আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

জৈন্তাপুরে ভারতীয় গরুর চালান আটক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৮ ১৯:৫৪:০৭

জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর সীমান্তে ৪৮ বিজিবি ও ১৯ বিজিবির জৈন্তাপুর ক্যাম্প\'র পৃথক অভিযানে ২০টি বাছুরসহ ২১টি গরু আটক করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৩টায় ডিবির হাওর সীমান্তে দিয়ে চোরাকারবারী দলের সদস্যরা ভারত হতে বাংলাদেশে প্রবেশকালে গোপন সংবাদের ভিত্তিত্বে ক্যাম্প কমান্ডার দাবিরুল ইসলামের নেতৃত্বে অভিযান করে ১টি ভারতীয় গরু আটক করে ক্যাম্পে নিয়ে যান।

অপর দিকে ১৯ বিজিবি\'র অভিযানে জৈন্তাপুর ক্যাম্পের সহকারী কমান্ডার মোস্তাফিজুর রহমান\'র নেতৃত্ব ১২৮৮নং টিপরাখলা সীমান্তে অভিযান করে ২০টি বাছুর গরু আটক করা হয়েছে।

এ ব্যপারে ৪৮ বিজিবির ডিবির হাওর ক্যাম্প কমান্ডার দবিরুল ইসলাম ও ১৯ বিজিবির জৈন্তাপুর ক্যাম্প কমান্ডার নুরুল হুদা জানান, বিজিবির টহল আগের চেয়ে আরোও বৃদ্ধি করা হয়েছে। আমরা গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে আসছি এবং অভিযানের ফল স্বরুপ আমরা গরু আটক করতে সক্ষম হচ্ছি।

সিলেটভিউ২৪ডটকম/ ২৮ জানুয়ারি ২০২০/হানিফ/ জুনেদ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন