আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বনাথে 'পুষণী গুচ্ছগ্রামে' আপন ঠিকানা পেলেন ২৫ গৃহহীন পরিবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৮ ২০:৫৭:৩১

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের (আশ্রয়ণ) আওতায় প্রায় ৪৬ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নে বাস্তবায়িত 'পুষণী গুচ্ছগ্রামে' (রাজাগঞ্জ বাজারের কাছে) নিজেদের আপন ঠিকানা পেয়েছেন উপজেলার গৃহহীন ২৫টি পরিবার।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে গুচ্ছগ্রাম-২য় পর্যায় (সিভিআরপি) প্রকল্পের আওতাধীন 'পুষণী গুচ্ছগ্রাম'র শুভ উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. তাহমিদুল ইসলাম।

এসময় সুবিধাভোগী ওই ২৫টি পরিবারের সদস্যদের হাতে কবুলিয়ত-দলিল, দুটি করে গাছের চারা ও শীতের কম্বল তুলে দেন প্রধান অতিথি।

প্রধান অতিথির বক্তব্যে তাহমিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল গৃহহীন মানুষকে নিজের আপন ঠিকানা দেওয়ার লক্ষ্যে নিজের অগ্রাধিকার প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছেন। সরকারের ওই মহতি উদ্যোগেকে কাজে লাগিয়ে নিজেদের জীবনের পরিবর্তন আনার লক্ষ্যে সবাইকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। নিজেদের সন্তানদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। আর সন্তানকে সু-সন্তান হিসেবে গড়ে তুলতে হলে পিতামাতাকেই বেশি করে পরিশ্রম করতে হবে।

খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইটের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ফজলুল কবির, সিনিয়র সহকারী কমিশনার (সংস্থাপন ও রাজস্ব) ফাতেমা-তুজ-জোহরা, বিশ্বনাথের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুজ্জামান, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সদস্য কবির আহমদ কুব্বার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু। এতে স্বাগত বক্তব্য রাখেন পুষণী গুচ্ছগ্রামের সুবিধাভোগী মোশাহিদ আলী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের সহযোগীতায় বিশ্বনাথ উপজেলা প্রশাসন ৪৬ লাখ ৬৪ হাজার ৮৯৫ টাকা ব্যয়ে উক্ত প্রকল্প সম্পন্ন হয়েছে। ২০১৭-১৮ অর্থ বছরে গৃহিত প্রকল্পের কাজ ২০১৮ সালের ২০ এপ্রিল শুরু হয়ে ২০১৯ সালের ১৪ নভেম্বর সম্পন্ন হয়েছে। প্রকল্পে ব্যয়িত অর্থ দিয়ে নির্মাণ করা হয়েছে ২৫টি গৃহ, ২৫টি ল্যাট্রিন, ২৫টি রান্নাঘর, ১টি মাল্টিপারপাস হল, ২টি গোসল খানা, ২টি নলকূপ এবং ২৫টি কবুলিয়ত ও দলিল সম্পাদনের কাজ।
 
অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা উস্তার আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন, উপজেলা সার্বেয়ার শেফালী আখতার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার সিরাজ উদ্দিন, খাজাঞ্চী ইউনিয়নের তহশিলদার শুকুর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান মিজান, সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, কোষাধ্যক্ষ পাবেল সামাদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, কামাল মুন্না, আক্তার আহমদ সাহেদ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/২৮ জানুয়ারি ২০২০/পিবিও/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন