আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

জাতীয় উশু চ্যাম্পিয়নশিপে সিলেট জেলা দলের কৃতিত্ব

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৮ ২১:২৭:৪০

সিলেট :: রাজধানী ঢাকার মিরপুরস্থ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শহীদ আহসান উল্লাহ মাস্টার ১৪তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ ২০২০’-এ সিলেটের জেলা উশু দলের খেলোয়াড়রা ৩টি ব্রোঞ্জ পদক অর্জন করে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন। এই প্রতিযোগিতায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার হয়ে অংশ নিয়ে তারা এ সাফল্য অর্জন করে।
 
এদের মধ্যে আমিনুল ইসলাম তামিম (নানচুয়ান+নানদাও), আরিফ উদ্দিন ওলি (নানচুয়ান+নানগুন), শাপলা আক্তার (চানচুয়ান+কুনশু নানচুয়ান) ব্রোঞ্জ অর্জন করেন। ৪ দিনব্যাপী এই প্রতিযোগিতায় তাদের সাফল্যের পেছনে প্রশিক্ষক ও টিম কোচ আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেন এবং টিম ম্যানেজার জুয়েল রহমানের সহযোগিতার কথা জানান।

উশু কোচ মো. আনোয়ার হোসেন জানান, অক্লান্ত পরিশ্রমের কারণে তারা সম্মান অর্জন করেছে। উন্নত সরঞ্জাম পেলে প্রশিক্ষণের মাধ্যমে হয়তো তারা স্বর্ণ পদকও অর্জন করতে পারতো। তবে প্রশিক্ষণ পেলে তারা ভবিষ্যতেও সিলেটের জন্য আরো ভালো কিছু উপহার দিতে পারবে।

তিনি বলেন, সিলেটের বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উশুর প্রতি আকৃষ্ট হচ্ছে। ফলে সাফল্যও আসছে। উশু শুধু কোন প্রতিযোগিতা নয়, এটি আত্মরক্ষামূলক একটি কৌশলও। নিজেকে যে কোন সময় যে কোন পরিস্থিতিতে আত্মরক্ষা করা যায় এই উশু প্রশিক্ষণের মাধ্যমে।
 
সিলেটে উশু ইভেন্টে অংশগ্রহণকারী অন্যান্য প্রতিযোগিরা হলেন রাজন তালুকদার, আবু মুকাম্মিল সাইফ, মুসলিম হাসান মিহাদ, আমিনুল ইসলাম, শিমুল  মিয়া, আব্দুল কাবির ফাহিম, শুভশ্রী দাস প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২৮ জানুয়ারি ২০২০/ প্রেবি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন