Sylhet View 24 PRINT

ফেঞ্চুগঞ্জে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০১-২৮ ২১:৪৭:২১

সিলেট :: ফেঞ্চুগঞ্জ উপজেলায় ফ্রি ব্লাড গ্রুপিং (রক্তের গ্রæপ) ও হেলথ চেকআপ (স্বাস্থ্য পরীক্ষা) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ছত্তিশ গ্রামে লার্নিং এডুকেশন ট্রাস্টের আয়োজনে ও সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

চিকিৎসা প্রদান করেন- পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আল আমিন, খাইরুল হোসেন, শিরিন জাহান চৌধুরী, সঞ্জয় কুমার দাস ও আবু সাঈদ।

এ সময় উপস্থিত ছিলেন- লার্নিং এডুকেশন ট্রাস্টের সদস্য আব্দুল মুমিন, সাহেদুর রহমান, তানভীর হোসেন, স্কুলের শিক্ষিকা সুমাইয়া ইসলাম জিলানী, সুলতানা আক্তার, কুলসুমা বেগম, ফারজানা আক্তার, শিক্ষক রাজন আহমদ, সমাজকর্মী আল আমিন ও ওয়াহিদুর রহমান প্রমুখ।

ক্যাম্পেইনে প্রায় তিন শতাধিক রোগীকে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। অসহায়, দুস্থ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে ঔষধ প্রদান করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/ ২৮ জানুয়ারি ২০২০/প্রেবি/ জুনেদ



সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.