আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

সিলেট নগরীর রাস্তায় বিশাল হাতি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৩ ১৭:৪৩:১৪

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীতে বিশাল আকারের হাতি নিয়ে ঘুরেছেন এক ব্যক্তি। আর এই হাতি দেখার জন্য উৎসুক মানুষের ভীড় জমতে দেখা গেছে। অনেকে বলেছেন, এত বড় হাতি আর কখনো দেখেননি।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে কুলাউড়া উপজেলার সুজন আহমদ একটি বিশাল আকারের হাতি নিয়ে সিলেটে আসেন। দুপুরের দিকে হাতিটিকে তিনি সুরমা নদীতে গোসল করান। এরপর হাতিকে নিয়ে শাহজালাল ব্রিজ দিয়ে নগরীতে প্রবেশ করেন। এ সময় হাতিকে দেখার জন্য রাস্তার পাশে মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। হাতির সাথে সেলফি তুলতে অনেকে ব্যস্ত হয়ে পড়তেও দেখা গেছে। 

এ সময় কেউ কেউ হাতির মুখে খাবার হিসেবে তুলে দেন কলা, কেউ দেন বিভিন্ন ধরণের পাউরুটি। অনেকে হাতি দেখানোর খুশি হয়ে হাতির মালিক সুজনের হাতে ১০-২০টাকা করে দিতে দেখা গেছে।

কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে একটি অনুষ্টানে হাতিকে নিয়ে যাওয়ার জন্য সিলেটে আনা হয়েছে। হাতির মালিক সুজন জানান, এটির বয়স এখন ৪০ বছর।

সিলেটভিউ২৪ডটকম/ ১৩ ফেব্রুয়ারি ২০২০/ জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন