আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

খালপার প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৩ ২০:২৯:০৫

সিলেট :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের খিত্তা খালপার গ্রামে খালপার জাগরণী জনকল্যাণ সমিতি আয়োজিত খালপার প্রিমিয়ার লীগ (কেপিএল)-২০২০ এর ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় খিত্তা খালপার গ্রামের দক্ষিণের মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিরবাজারের ব্যাবসায়ী ফটিক মিয়া, খালপার গ্রামের বিশিষ্ট মুরব্বি লিয়াকত আলী, জিয়াউল ইসলাম, কলামিস্ট তাজ উদ্দিন, আশিক মিয়া, খোকন মিয়া।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শুকরিয়া মার্কেটের ব্যবসায়ী খালেদ আহমদ, খিত্তা খালপার গ্রামের শহিদ ইসলাম, সাজু আহমদ, ফখরুল ইসলাম, মুরাদ আহমদ প্রমুখ।

ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খালপার স্কোরার্স। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন পলাশ।

এর আগে সকাল ১০টায় তৃতীয় স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হয়। তৃতীয় স্থান অধিকার করে খালপার হিট। এতে ম্যান অব দ্যা ম্যাচ হন মঞ্জুর আহমদ। খালপার প্রিমিয়ার লীগ খেলায় সর্বোচ্চ উইকেট ও সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছেন খালপার স্কোরার্স এর পলাশ ও সাকিব।

বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন টফি তুলে দেন আগত অতিথিবৃন্দ।

খালপার প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় খেলোয়াড়সহ সকল দর্শকবৃন্দকে ধন্যবাদ জানিয়েছেন খালপার জাগরণী জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/১৩ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/এসএইচ





শেয়ার করুন

আপনার মতামত দিন