Sylhet View 24 PRINT

শাবিতে ‘থিয়েটার সাস্ট’র সোনার হরিণ মঞ্চস্থ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৩ ২০:৫৫:১৮

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্যবিষয়ক সংগঠন ‘থিয়েটার সাস্ট’র উদ্যোগে তাদের ২৭তম প্রযোজনা নাটক ‘সোনার হরিণ’ ৫ম বারের মতো মঞ্চস্থ হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রæয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নাটক মঞ্চস্থ হয় ।

জানা যায়, নাটকটি রচনা করেছেন নুরুল করিম নাসিম এবং নির্দেশনা দিয়েছেন ওমর ফারুক ভূঁইয়া দিপু। তবে সংগঠনটির ২৭তম প্রযোজনায় মো. ফয়সাল আহমেদ শুভর পুনঃনির্দেশনা এবং আফরিন শাহনাজ আশা ও অরিন্দম সাহা অমিতের সহ-নির্দেশনায় ৫ম বারের মতো এ নাটকটি মঞ্চস্থ হয়।

নাটকটিতে বাস্তবতার ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা তাদের স্বপ্নকে কতটুকু সার্থক করতে পেরেছে। পাশাপাশি আমাদর প্রচলিত সমাজ ব্যবস্থায় তাদের স্বপ, আশা, আকাক্সক্ষা কতটুকু প্রতিফলন ঘটেছে তার প্রেক্ষিতে রচিত।

সিলেটভিউ২৪ডটকম/১৩ ফেব্রুয়ারি ২০২০/মাসুদ/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.