Sylhet View 24 PRINT

সন্ধান মিলেছে গ্রীসে মৃত্যুবরণকারী বালাগঞ্জের ফয়ছলের মৃতদেহের

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৪ ১৪:০২:৪৮

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ :: তুরস্ক থেকে গ্রীস যাবার পথে মৃত্যুবরণকারী বালাগঞ্জের রাজাপুর গ্রামের যুবক মো. এনামুল এহসান জায়গীরদার ফয়ছলের মৃতদেহের সন্ধান পাওয়া গেছে। গ্রীসে অবস্থানরত বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা বৃহস্পতিবার বিকালে ফয়ছলের পরিবারকে এ বিষয়ে তথ্য প্রকাশ করেছেন। পরিবারের লোকজন মৃতদেহ দেশে আনার ব্যাপারে দূতাবাস কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার রাজাপুর গ্রামে সরেজমিন পরিদর্শনকালে মো. এনামুল এহসান জায়গীরদার ফয়ছলের পিতা মো. মহুদ আহমদ জায়গীরদার, ছোটভাই মো. রাজিমুল এহসান জায়গীরদার রুজেল, ফুফাতো ভাই নজমুল হোসেন জায়গীরদার প্রমুখ জানিয়েছেন, তারা মৃতদেহ দেশে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে গ্রীসস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।

উল্লেখ, দালালের মাধ্যমে তুরস্ক থেকে গ্রীস যাবার পথে গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গ্রীসের সীমান্ত এলাকার ‘অজ্ঞাতস্থানে’ দুর্গম পথে এনামুল মৃত্যুবরণ করেন। তবে, নিহত ফয়ছলের সাথে থাকা ১৫/১৬ জনের দলের কয়েকজন দুর্গম পথ অতিক্রম করে গ্রীসে প্রবেশ করতে পারলেও অন্যরা তুরস্ক ফিরে গেছে।

সংশ্লিষ্ট দালালের মাধ্যমে ফয়ছলের মৃত্যুর বিষয়ে গত রবিবার পরিবারের লোকজন সংবাদ পেয়েছেন। এছাড়া গ্রীস পৌঁছে যাওয়া অন্যদের কাছ থেকেও গত মঙ্গলবার ফয়ছলের মৃতদেহের বিভিন্ন ছবি সংগ্রহ করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফয়ছলের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

সিলেটভিঊ২৪ডটকম/১৪ ফেব্রুয়ারি ২০২০/জেআরজে/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.