আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

‘মুখে শুদ্ধচারের কথা না বলে কর্মের মাধ্যমে শুদ্ধাচারের প্রতিফলন ঘটাতে হবে’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৪ ১৪:৫৬:২৭

গোলাপগঞ্জ প্রতিনিধি :: মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সোলতান আহমদ বলেছেন, আমরা মধ্যম আয়ের দেশ গড়তে যাচ্ছি, উন্নত দেশের স্বপ্ন এঁকেছি, টেকসই উন্নয়নের লক্ষ্যে এগিয়ে চলেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আমরা সবাইকে শুদ্ধাচার বাস্তবায়নের মাধ্যমে একযোগে কাজ করতে হবে।

বৃহস্পতিবার সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলা হল রুমে আয়োজিত জাতীয় শুদ্ধাচার কৌশল সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা গুলো বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রশাসক এম  কাজী এমদাদুল ইসলাম।

প্রধান অতিথি বলেন, সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় যাতে কোনোভাবেই দুর্নীতির কালো মেঘ ছায়া ফেলতে না পারে সেজন্য আজ গ্রহণ করা হয়েছে দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান, যা সবার প্রশংসা অর্জন করেছে।

তিনি আরো বলেন, দুর্নীতির বিরুদ্ধে জনমত তৈরি এবং সরকারি অফিসগুলোতে নীতি নৈতিকতার চর্চা তথা শুদ্ধাচারের নীতি প্রতিপালনের জন্য কৌশল প্রণীত হয়েছে। অবশ্যপালনীয় নীতি হিসেবে এটা বাস্তবায়নে নানা কর্মসূিচও চলমান। তাদের যেমন আইনের মাধ্যমে রুখে দিতে সরকার বদ্ধপরিকর, তেমনি সময় এসেছে শুদ্ধচিন্তার ধারক নতুন প্রজন্মের মাধ্যমে উন্নত দেশ গড়তে জাতীয় কর্মপরিকল্পনার। দুর্নীতির বিরুদ্ধে জনমত তৈরি এবং সরকারি অফিসগুলোতে নীতি নৈতিকতার চর্চা তথা শুদ্ধাচারের নীতি প্রতিপালনের জন্য কৌশল প্রণীত হয়েছে। অবশ্যপালনীয় নীতি হিসেবে এটা বাস্তবায়নে নানা কর্মসূিচও চলমান। তাদের যেমন আইনের মাধ্যমে রুখে দিতে সরকার বদ্ধপরিকর, তেমনি সময় এসেছে শুদ্ধচিন্তার ধারক নতুন প্রজন্মের মাধ্যমে উন্নত দেশ গড়তে জাতীয় কর্মপরিকল্পনার। এর জন্য প্রাতিষ্ঠানিক উদ্যোগের সাথে সাথে দরকার পারিবারিক মূল্যবোধ আর অনুশাসনের আবহে শৃংঙ্খলাপূর্ণ পরিবেশ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম শারমিনের পরিচালনায় সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপসচিব মোহাম্মদ মখলেছুর রহমান, সিনিয়র সহকারী সচিব শুদ্ধাচার ও সহকারী প্রকল্প পরিচালক নাহিদ সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, হিসাব শাখার ক্যাশ সরকার মোহাম্মদ আমিনুল ইসলাম, জাইকার পরামর্শক মিজ মনিকা তামামি এন্দো, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জাইকার জাতীয় পরামর্শক মোহাম্মদ সফি উল আলম, জাইকার পরামর্শক হিরন্ময় রায়, মিজ কুহ মান্নান, জাইকার অফিস ম্যানেজার দেবাশীষ রায়।

এছাড়া উপস্থিত ছিলেন- উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মিছবাহ উদ্দিন, রনকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গর্ভনিং বডির সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা ভাইস-চেয়ারম্যান মনসুর আহমদ, দূর্নীতি দমন কমিশন গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি এনাম আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ঢাকাদক্ষিন সরকারি কলেজের অধ্যাপক ইউসুফ আলী, উপজেলা কৃষি অফিসার খায়রুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, সমবায় অফিসার  জামাল মিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, সমাজ সেবা অফিসার নুরুল হক, প্রকল্প বাস্তবায়ন অফিসার হাবিবুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, শরিফগঞ্জ ইউপি চেয়ারম্যান এম এ মুমিত হীরা, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, গেলাপগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আশফাক আহমদ, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কবির আহমদ মুসন, বাদেপাশা ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ, ঢাকাদক্ষিন ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, সিলেট পল্লি বিদ্যুৎ সমিতির সভাপতি আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগ নেতা নাজিমুল হক লস্কর, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/১৪ ফেব্রুয়ারি ২০২০/এএইচএ/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন