আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

আব্দুর রউফ-নুরজাহান ফাউন্ডেশন প্রাথমিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৭ ০০:২৯:২৫

সিলেট :: বেসরকারি বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি হয় যা তাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আব্দুর রউফ-নুরজাহান ফাউন্ডেশন প্রাথমিক বৃত্তি পরীক্ষা পিছিয়ে পড়া কুশিয়ারা তীরবর্তী এলাকার শিক্ষার্থীদের এগিয়ে নিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।

আব্দুর রউফ- নুরজাহান ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ অভিমত ব্যক্ত করেছেন।

রবিবার সকাল সাড়ে ১১টায় গোলাপগঞ্জের আছিরগঞ্জ দিশারী প্রি ক্যাডেট স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লুৎফুর রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল।

আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আজিজুর রহমান মনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সলিসিটর হাসানুজ্জামান খাঁন, যুক্তরাজ্যের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, সীমান্তিক টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল আব্দুর রউফ তাফাদার, অবসরপ্রাপ্ত প্রভাষক, কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাব, আল-এমদাদ ডিগ্রি কলেজ গভর্নিংবডির সভাপতি মঞ্জুর আহমদ, আছিরগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ট্রাস্টি ইমাম উদ্দিন ও আব্দুল মালিক মামুন, আব্দুর রউফ- নূরজাহান ট্রাস্টের উপদেষ্ঠা, সাবেক ইউপি সদস্য আব্দুল মালিক হারুন ও আব্দুল হালিম মাসুদ। অনুষ্ঠানের শুরুতে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন আব্দুর রউফ- নূরজাহান ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আছিরগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট ইউএসএ’র ট্রাস্টি আব্দুল বাছিত।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন , দিশারী প্রি ক্যাডেট স্কুলের পরিচালক অধ্যাপক গোলাম সুবহানী, আব্দুর রউফ -নুরজাহান ফাউন্ডেশন প্রাথমিক বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল খালিক, সাংবাদিক এনামুল কবীর, আমকোনা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন, বাগলা -১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, দিশারী প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক শামীম উদ্দিন, রাজনীতিবিদ জামিল আহমদ ক্যারল, দিশারী প্রি ক্যাডেট স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মুহিব উদ্দিন সেলিম, ফয়েজুর রহমান ফয়েজ, আব্দুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী হারুন রশিদ ও নজরুল আলম, ইউপি সচিব খলিলুর রহমান, ছাত্রনেতা মাহবুব হোসেন আজাদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দিশারী প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক মোস্তফা কামাল ঝুনু। পরিচালনায় ছিলেন দিশারী প্রি ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক নুরুল ইসলাম ও রাজনীতিবিদ আলীম উদ্দিন বাবলু।

সবশেষে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী মোট ৩২ জন শিক্ষার্থীর হাতে পুরস্কারের অর্থ ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
 
সিলেটভিউ২৪ডটকম/ ১৭ ফেব্রুয়ারি ২০২০/ডেস্ক/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন