আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সাইক্লোন'র ১৬৬তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৭ ২০:৪১:৩১

সিলেট :: সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ১৬৬তম সাপ্তাহিক সাহিত্য আসরে বক্তারা বলেছেন সাহিত্য সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করে। শুধু ভাষার মাসেই নয় সারাবছর শুদ্ধ বাংলা চর্চা এবং সরকারি অফিসসহ সর্বক্ষেত্রে বাংলার ব্যবহার করতে হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জিন্দাবাজার সিলেট সিটি সেন্টারস্থ সিফডিয়া মিলনায়তনে সাইক্লোন সভাপতি ব্যাংকার, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক জাবেদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আসরে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার কবি মো. আমিনুল ইসলাম।

এতে লেখা পাঠে অংশ নেন জুবায়ের আহমদ ও সাব্বির আহমদ। সভায় মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গণী ওসমানী, বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ ও বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকীতে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৭ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন