Sylhet View 24 PRINT

বালাগঞ্জে রিক্সার ধাক্কায় দুই এসএসসি পরীক্ষার্থী আহত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৮ ০০:৪৬:১১

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ :: বালাগঞ্জে ব্যাটারি চালিত রিক্সার ধাক্কায় ২জন এসএসসি পরিক্ষার্থী আহত হয়েছেন। উপজেলার দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরুর আগ মুহুর্তে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটেছে। আহত পরিক্ষার্থীরা হচ্ছে কলুমা আব্দুল গফুর একাডেমির ফাম্মি বেগম ও মনি বেগম।

স্থানীয় সুলতানপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে তাৎক্ষণিক তাদের চিকিৎসা প্রদান করা হয়। আহত একজনের মাথায় কয়েকটি সেলাই দেয়া হয়েছে। অবশ্য চিকিৎসাগ্রহণ শেষে আহতরা পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষা শুরুর আগে দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ ফটকে মোরারবাজার-দয়ামীর সড়কে ব্যাটারি চালিত রিক্সার ধাক্কায় এ ঘটনা ঘটেছে। আহতদের তাৎক্ষণিক সুলতানপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে উপ সহকারী মেডিকেল অফিসার ডা. আব্দুস সালাম খান তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এদের মধ্যে ফাম্মি বেগমের মাথায় কয়েকটি সেলাই দেয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে সংবাদ পেয়ে বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ গভর্ণিং বডির সভাপতি আ.ফ.ম শামীম, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান প্রমুখ ঘটনাস্থলে ছুটে আসেন। পরবর্তীতে দুপুরে উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে এক বৈঠকে বিষয়টি প্রাথমিক নিষ্পত্তি করা হয়েছে।

এ বিষয়ে আলাপকালে বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ জানিয়েছেন, আহত পরীক্ষার্থীরা তাদের পরীক্ষা দিতে পেরেছে। তাদের সুস্থতার জন্য চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৮ ফেব্রুয়ারি ২০২০/জেআরজে/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.