আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে যুবদলের ১৮ ইউনিটে ৬ সাংগঠনিক কমিটি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৮ ১৬:৫৩:৪৪

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট জেলা যুবদলের আওতাধীন ১৮টি উপজেলা ও পৌরসভা ইউনিটে ৬টি সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার কেন্দ্রীয় যুবদল নেতাদের উপস্থিতিতে জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু এসব কমিটির অনুমোদন দিয়েছেন।

জানা গেছে, নগরীর আম্বরখানাস্থ একটি হোটেলের সম্মেলনকক্ষে জেলা যুবদলের নেতাদের সাথে বৈঠকে বসেন কেন্দ্রীয় যুবদলের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল। কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি শহীদ উল্লাহ তালুকদারের নেতৃত্বে এ প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি আনসার উদ্দিন (সিলেট বিভাগ), যুগ্ম সাধারণ সম্পাদক দিপু সরকার, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া (সিলেট বিভাগ), সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল (সিলেট বিভাগ)।

বৈঠকে জেলা যুবদলের আহবায়ক পাপলুর সভাপতিত্বে আহবায়ক এবং কমিটির সদস্য মিজানুর রহমান নেছার ও অলি চৌধুরীর যৌথ পরিচালনায় কেন্দ্রীয় নেতারা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

বৈঠকে সিলেট জেলার ১৩টি উপজেলা ও ৫টি পৌরসভায় যুবদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে জেলা যুবদলের নেতাদের সমন্বয়ে ৬টি সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি প্রতিটি ইউনিটে কর্মী সমাবেশ করে আহবায়ক কমিটি গঠন করবে।

জানা গেছে, প্রথম সাংগঠনিক কমিটিতে বিশ্বনাথ উপজেলা, বিশ্বনাথ পৌরসভা ও ওসমানীনগর উপজেলায় দায়িত্ব পেয়েছেন এডভোকেট মুমিনুল ইসলাম মোমিন, মিজানুর রহমান নেছার, এনামুল হক চৌধুরী শামীম ও আমিনুল ইসলাম আমিন।

দ্বিতীয় সাংগঠনিক কমিটিতে জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় দায়িত্ব পেয়েছেন আখতার আহমদ, মিজানুর রহমান নেছার, আব্দুল মালেক ও সাইফুল ইসলাম।

তৃতীয় সাংগঠনিক কমিটিতে গোলাপগঞ্জ উপজেলা ও গোলাপগঞ্জ পৌরসভা এবং বিয়ানীবাজার উপজেলা ও পৌরসভায় দায়িত্ব পেয়েছেন আশরাফ উদ্দিন ফরহাদ, লিটন আহমদ, আলী আহমদ আলম ও মফিদুল সামাদ মাহফুজ।

চতুর্থ সাংগঠনিক কমিটিতে বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলায় দায়িত্ব পেয়েছেন এডভোকেট সাঈদ আহমদ, কয়েস আহমদ, মকসুদুল করিম নোহেল ও ফখরুল ইসলাম রুমেল।

পঞ্চম সাংগঠনিক কমিটিতে কোম্পানীগঞ্জ ও সদর উপজেলায় সাহেদ আহমদ চমন, রায়হান আহমদ, মাসুক আহমদ ও মতিউর রহমান আফজলকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ষষ্ঠ সাংগঠনিক কমিটিতে কানাইঘাট উপজেলা ও পৌরসভা, জকিগঞ্জ উপজেলা ও পৌরসভায় দায়িত্ব দেওয়া হয়েছে মঈনুল ইসলাম মঞ্জু, অলি চৌধুরী, জি এম বাপ্পী, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরা ও জুনেদ আহমদকে।

এ কমিটি ঘোষণা দেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি শহীদ উল্লাহ তালুকদার।
ছয়টি সাংগঠনিক কমিটি গঠনের বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু।
সিলেটভিউ২৪ডটকম/১৮ ফেব্রুয়ারি ২০২০/জুনেদ/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন