আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

আজাদ কাপ ফুটসালের তৃতীয় রাউন্ডের পানতুমাই গ্রুপের খেলা সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৮ ১৯:৩২:৪৩

সিলেট :: কাউন্সিলর আজাদ কাপ ফুটসাল টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের ষষ্ঠ দিনে পানথুমাই গ্রুপের খেলা সম্পন্ন হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে টিলাগড় পয়েন্ট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় ৬টি ম্যাচ। হাজারো দর্শক উপভোগ করেন প্রতিটি ম্যাচের খেলা।

দিনের প্রথম খেলায় বিয়ানিবাজার সেভেনস্টার দলকে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে জয়লাভ করে বরইকান্দি ভাই ব্রাদার্স। দ্বিতীয় খেলায় কামালী ফাইটার্স জগন্নাথপুরকে ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে চান্দাই যুবসংঘ। তৃতীয় খেলায় আরএস রাজিব রাইডার্স দক্ষিনসুরমাকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে হাতিমবাগ ২নং রোড। চতুর্থ খেলায় এসএনপিস্পোর্টস২৪ডটকমকে ১-০ হারিয়ে জয়লাভ করে মেসার্স ফাহাদ এন্টারপ্রাইজ লোভাছড়া কানাইঘাট।

পঞ্চম খেলায় ডাবল সেভেন রাইডার্স শাহপরানকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে গোপালটিলা যুবসমাজ এবং শেষ ম্যাচে লালদিঘীরপাড় পাওয়ার স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে জয়লাভ করে তজু মিয়া ফ্রুটস সেন্টার বরইকান্দি দক্ষিন সুরমা।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহা. কামরুল আমিন, সহকারি পুলিশ কমিশনার প্রভাষ কুমার সিংহ, সিলেট সদর ও তৎকালীন পৌরসভার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবরুল হোসেন বাবুল, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক রানা ফেরদৌস, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়া সংগঠক ফখরুল ইসলাম, দৈনিক উত্তরপূর্বের সিনিয়র রিপোর্টার মো. ওলিউর রহমান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন কমিটির সম্পাদক লিয়াকত হোসেন, সীমান্তিক ডিগ্রী কলেজের প্রিন্সিপাল আবদুর রউফ তাপাদার, বিশ্বনাথের রামপাশা ইউপি চেয়ারম্যান এডভোকেট মো. আলমগীর, সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, টুলটিকর ইউপি চেয়ারম্যান এস এম আলী হোসেন, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আবদুল হেকিম শামিম, কানাইঘাট উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক, দুবাই আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সঞ্জয় ঘোষ, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবদুল কাদির, বীর মু্ক্িতযোদ্ধা বাবু কার্তিক রায়, শাহপরান থানার সাব-ইন্সপেক্টর রিপ্টন পুরকায়স্থ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রবর্তক সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক মো. ছমর উদ্দিন মানিক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও সিকৃবির এডিশনাল রেজিস্ট্রার একেএম ফজলুর রহমান।

খেলায় রেফারিংয়ের দায়িত্বে ছিলেন আক্কাস উদ্দিন আক্কাই, আজাদুর রহমান চঞ্চল, জাহেদ আহমদ ও ইমরাজ আহমদ। ধারাভাষ্যে ছিলেন জেলা ধারাভাষ্য সমিতির সাধারন সম্পাদক কামরান হোসেন, শামসুল ইসলাম শিপু, মুনিম মল্লিক মুন্না, অধ্যাপক লাহিন আহমদ ও আবদুর রাজ্জাক।

টুর্নামেন্টে পৃষ্টপোষকতা করেছে সিলেটের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান সাকের অটো ব্রিকস।

সিলেটভিউ২৪ডটকম/ ১৮ ফেব্রুয়ারি ২০২০/ শাদিআচৌ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন