আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

‘ডিজিটাল ভেজাল’ নিয়ে যা বললেন মেয়র আরিফ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৯ ২১:২৩:১২

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেটের পর্যটন নিয়ে কথা বলছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। কথায় কথায় ‘ডিজিটাল ভেজাল’ নিয়েও বললেন তিনি। তাঁর এ বক্তব্যে অনুষ্ঠানের থাকা কারো কারো মুখে দেখা যায় মুচকি হাসি।

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বুধবার একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। নগরীর একটি হোটেলে এ বৈঠক হয়। ‘ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-লন্ডন-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট এবং উক্ত ফ্লাইটে পণ্য আমদানি ও রফতানি কার্যক্রম সহজতর করার লক্ষ্যে’ এ গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। অন্য আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে আরিফ আগেভাগেই বক্তব্য দেন গোলটেবিল বৈঠকে।

নিজের বক্তব্যে আরিফ বলেন, ‘সিলেটের পর্যটনে অনেক সমস্যা আছে। এদিকে নজর দিতে হবে। পর্যটন কেন্দ্রে যাওয়ার রাস্তার উন্নয়ন প্রয়োজন। সিলেটের পর্যটন কেন্দ্রে নৌকার ভাড়া ৫০ টাকা হলে রাখে ২০০ টাকা। এখন ডিজিটাল দেশ, ডিজিটাল মন্ত্রী। স্মার্টফোন টিপলেই সব চলে আসে। এর মধ্যেও যদি ভুল কিছু হয়, তবে বুঝতে হবে ডিজিটালের মধ্যে ভেজাল আছে।’

মেয়র আরিফ আরো বলেন, ‘সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ট্রাকের জন্য আলাদা বাইপাস সড়ক দরকার। ওসমানী বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি করা হয়। আমরা চাই এটা বন্ধ হোক। সিটি করপোরেশন বিমানবন্দরে হেল্পডেস্ক বসাতে চায়। কোনো প্রবাসী হয়রানির শিকার হলে আমাদের হেল্পডেস্কের মাধ্যমে সহযোগিতা নিতে পারবেন। হেল্পডেস্ক বসাতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, সিভিল এভিয়েশনের সহযোগিতা প্রয়োজন।’

সিলেটভিউ২৪ডটকম/১৯ ফেব্রুয়ারি ২০২০/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন