আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু হচ্ছে বিমানের ফ্লাইট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৯ ২১:৩৫:১৪

জ্যেষ্ঠ প্রতিবেদক :: বাসে সিলেট থেকে চট্টগ্রাম কিংবা কক্সবাজারে যেতে সময় লাগে অনেক বেশি। যাতায়াতে সময় কমানো ও দুর্ভোগ থেকে মুক্তি পেতে সিলেট থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত বিমানের ফ্লাইট চালুর দাবি দীর্ঘদিনের। অবশেষে সেই দাবি আলোর মুখ দেখতে যাচ্ছে।

আগামী জুনে সিলেট থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার রুটে শুরু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।

এমন তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি।

আজ বুধবার সন্ধ্যায় নগরীর একটি হোটেলে ‘ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-লন্ডন-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট এবং উক্ত ফ্লাইটে পণ্য আমদানি ও রফতানি কার্যক্রম সহজতর করার লক্ষ্যে’ এক গোলটেবিল বৈঠকে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী নিজের বক্তব্যে বলেন, ‘আগামী জুন মাস থেকে সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা বিমানের রয়েছে।’

এছাড়া আগামী এক বছরের মধ্যে বিমানের ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে বলেও জানান মাহবুব আলী।

বৈঠকে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি এটিএম শোয়েব। বিশেষ অতিথির বক্তব্যের রাখেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সম্মানিত অতিথির বক্তব্য দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন।

সিলেটভিউ২৪ডটকম/১৯ ফেব্রুয়ারি ২০২০/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন