Sylhet View 24 PRINT

বিশ্বনাথে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগীদের বাছাই শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১৯ ২২:০৩:৩০

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে উন্মুক্ত পদ্ধতিতে নতুন উপকারভোগী নির্বাচনের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের বাছাই কার্যক্রম শুরু হয়েছে। রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে উন্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগীদের বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিশ্বনাথ সদর ইউনিয়নের বাছাই করার মাধ্যমে উন্মুক্ত পদ্ধতিতে বাছাইয়ের কার্যক্রম শুরু হয়। এরপর পর্যায়ক্রমে ২৩ ফেব্রুয়ারী দেওকলস, ২৫ ফেব্রুয়ারী রামপাশা, ২৭ ফেব্রুয়ারী অলংকারী, পহেলা মার্চ দশঘর, ৩ মার্চ খাজাঞ্চী, ৫ মার্চ লামাকাজী ও ৮ মার্চ দৌলতপুর ইউনিয়ন পরিষদের বাছাই স্ব-স্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সকাল ১০টা থেকে শুরু হবে।

ভাতাভোগী হওয়ার উপযুক্ত ব্যক্তিদেরকে নির্দিস্ট সময়ে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ছবি ও বিধবাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যুসনদ নিয়ে উপস্থিত থাকার আহবান করেছে উপজেলা পরিষদ ও প্রশাসন।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ-আল জুবায়েরের পরিচালনায় নতুন ভাতাভোগী নির্বাচনের বাছাই কার্যক্রমের উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, ইউনিয়ন পরিষদের মেম্বার জহুর আলী, শাহনেওয়াজ চৌধুরী সেলিম।

সিলেটভিউ২৪ডটকম/১৯ ফেব্রুয়ারি ২০২০/পিবিও/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.