আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের পরিচালনা পরিষদের সাধারণ সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২০ ০০:৩২:৫৭

সিলেট :: সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের পরিচালনা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম।

সভায় মুজিববর্ষ উপলক্ষে সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশন ও সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের উদ্যেগে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে স্কুল প্রাঙ্গণে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ, বিশ^ অটিজম দিবসে মুজিববর্ষ উপলক্ষে ১০০ জন বিশেষ শিশুদের আঁকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনের আয়োজন এবং শিশু চারুকালা উৎসবের আয়োজন করা।

সভায় উপস্থিত ছিলেন সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের পরিচালনা পরিষদের সদস্য ও জেলা শিক্ষা কর্মকর্তা অনিল কৃষ্ণ মজুমদার, জেলা সমাজসেবা কর্মকর্তা নিবাস রঞ্জন দাশ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের সদস্য সচিব ইসমাইল গনি হিমন, সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশন প্রতিনিধি আলী দেলোয়ার, দাতা সদস্য মিতালী দেব, প্রতিষ্ঠাতা সদস্য বিপ্রেশ রঞ্জন রায়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়, শিক্ষক সদস্য ঈশিতা রায়, অভিভাবক সদস্য জমির আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২০ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন