আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

আ.লীগ নেতা আলতাফ হোসেনের দাফন সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২০ ১১:৫৪:১১

সিলেট :: সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলতাফ হোসেন বুধবার সকালে ইন্তেকাল করেছন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট নগরীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৫৭ বছর। তিনি টুকেরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ছমির উদ্দিনের ছেলে। মৃত্যুকালে আলতাফ হোসেন স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ এশা আখালিয়াঘাট জামে মসজিদ প্রাঙ্গনে মরহুম আলতাফ হোসেনের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ গ্রহণ করেন বাংলাদেশ আাওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, সিকান্দর আলী, ইলিয়াসুর রহমান ইলিয়াস, সাবেক কাউন্সিলর রকিবুল ইসলাম বাবলু, ও আব্দুল কাইয়ুম জালালী পংকি, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মিলাদ আহমদ চৌধুরী, টুকেরবাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শহিদ আহমদ, মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান টুনু মিয়া, হাটখলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুসাহিদ আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, খাদিম নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তেরা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক, খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বেলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম আলী, সাধারণ সম্পাদক মুজাহিদ আলী, টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সানাই বক্স সাইলা, আখালিয়া ঘাট জামে মসজিদের মোতওয়াল্লী মাসুক মিয়া, ব্যবসায়ী নেফাজ আহমদ, বিশিষ্ট মুরব্বী আবুল হোসেন, সত্তার আহমদ, মাস্টার আব্দুস শুকুর, জুনায়েদ খোরাসানী সহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, সাংবাদিক, ব্যবসায়ী এলাকার মুরব্বীয়ান প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২০ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন