আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নর্থ ইস্ট ইউনিভার্সিটি’র শ্রদ্ধাঞ্জলি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২১ ১৭:২৪:৫৭

সিলেট :: অমর একুশে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড.  আতফুল হাই শিবলীর নেতৃত্বে শুক্রবার সকাল সাড়ে ৮টায় শহীদ দিবসের প্রভাত ফেরী কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শহীদ দিবসের এই শ্রদ্ধাঞ্জলি নিবেদনে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তোফায়েল আহমদ, প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহজাদা আল সাদিক, পরিচালক (হিসাব) শামস এলাহী রাসেল, সহযোগী অধ্যাপক মো. তানভীর আহমেদ চৌধুরী, আবুল হাসানাত ইবনে আবেদীন, সহকারী অধ্যাপক ফাতেমা রশিদ সাব, শামিম আল আজিজ লেলিন, নওশাদ সজীব, মো. মিজানুর রহমান, প্রক্টর রথিন্দ্র চন্দ্র গোপসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/২১ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন