আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দক্ষিণ সুরমা কলেজের বর্ণমালার মিছিল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২১ ১৮:০৫:৫৬

সিলেটভিউ ডেস্ক :: নানা আয়োজনে পালিত হওয়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের বাংলা বিভাগ আয়োজন করে বর্ণমালার মিছিল।

কলেজের ছাত্রশিক্ষক সমন্বয়ে মিছিল প্রধান ফটক গিয়ে সমাপ্ত হয়।

বর্ণমালার মিছিলে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা সিলেট অঞ্চলের মহাপরিচালক অধ্যাপক হারুন উর রশীদ।

মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ শামছুল ইসলাম। এতে  শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান পলাশ রঞ্জন দাশ এবং সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রভাষক খালেদ মাসুদ।
 
এসময় মিছিলে অংশগ্রহণ করেন কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আশরাফুল হক, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রাহেনা হক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছালমা ইয়াছিন, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. মুহিবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মতি লাল দাশ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আতাউর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জয়নুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সুভাষ চন্দ সাহা, সহকারী অধ্যাপক শ্যামলী চক্রবর্তী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপকবৃন্দ শফিকুল ইসলাম, সুপ্তা রাণী চৌধুরী, নাফিস সাকিনা, কাজরী রাণী ধর, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মইনুল হক, প্রভাষকমণ্ডলী ফাতেমা বেগম, আতাউর রহমান ভূইয়া, আমিনুর রহমান,শাহেদ আহমেদ, মাহবুবা বেগম, বিশ্বজিৎ দাম, হুমায়রা বেগম মনি, আলতাফ হোসেন, শাহরিয়ার খান, শুকরিয়া জাহান, সোনিয়া অর্জুন, নুরজাহান খাতুন, দীপক চন্দ্র, আব্দুন নূর শামীম, মাহমুদা আক্তার, গিলমান আলী, নন্দন কর্মকার, মোস্তাফিজুর রহমান, সুমন রায়, মুহিবুর রহমান মিনু, নুসরাত ফাতেমা, পলি সেনাপতি, ফাহমিদা বেগম লুবনা, শাহ আলম, প্রদর্শক সাইদা বানু হাজারী, সহকারী গ্রন্থাগারিক বিপ্লব কুমার দাশ, শরীরচর্চা শিক্ষক আব্দুস সাত্তারসহ বাংলা বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/২১ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন