আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

বালাগঞ্জ সরকারি কলেজে মহান শহীদ দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২২ ০০:১৮:৫৪

সিলেট :: বালাগঞ্জ সরকারি কলেজে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী শাহ ফরিদী।

অধ্যাপক আকরাম হোসেনের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মো. ফয়জুল ইসলাম মাসুক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আব্দুল জলিল, গণিত বিভাগের অধ্যাপক মো. আছলম আলী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক বুলবুল আহমদ ও অফিস সহকারী মো. আবুল বাশার।

সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন- সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন করা না গেলে মাতৃভাষার প্রতি গুরুত্ব কমে যাবে। এ জন্য শিক্ষা ক্ষেত্রে বাংলা ভাষার উপর অধিক গুরুত্ব দিতে হবে। তা নাহলে ভিন্ন ভাষা বাংলা ভাষার উপর প্রভাব বিস্তার করবে এবং ক্রমে ক্রমে শিক্ষা ক্ষেত্রে ভাষার প্রচলন কমে যাবে। সভায় ৫২’র ভাষার আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/২২ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন