আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

ফেঞ্চুগঞ্জে শহীদ দিবস পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২২ ০০:৩২:৫৩

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: সিলেটের ফেঞ্চুগঞ্জে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

দিবস পালন উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ সহ রাজনৈতিক দল।

২১শে ফেব্রুয়ারী সকালেই প্রভাতফেরি করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের হলরুমে আলোচনায় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট -৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী।

শিক্ষক মো. শহিদুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস,এম জাহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমীন, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: কামরুজ্জামান ও আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়াও দিবস উপলক্ষে ফেঞ্চুগঞ্জ সামাদ প্লাজায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠন।

উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস পালন করা হয়। এর আগে দিবসের প্রথম প্রহরে ২১শে ফেব্রুয়ারী রাত ১২টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন সিলেট ৩-আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, ফেঞ্চুগঞ্জ থানা, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

সিলেটভিউ২৪ডটকম/২২ ফেব্রুয়ারি ২০২০/এফইউ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন