আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

শাবিতে আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন গণিত বিভাগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২২ ১৮:১৪:৩০

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মুজিব শতবর্ষ আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০ এ অর্থনীতি বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গণিত বিভাগ।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টের ফাইনালে অর্থনীতি বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে গনিত বিভাগ। এতে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হয়েছেন গণিত বিভাগের মাছুম আহমেদ।

পরে একই স্থানে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।

কোষাধ্যক্ষ বলেন, মনকে ভালো রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। এটি শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক বিকাশে সহায়তা করে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরি হয়। খেলাধুলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদেরকে সবসময় সহযোগিতা দিয়ে যাচ্ছে।

এসময় কোষাধ্যক্ষ বিজয়ী দলকে অভিনন্দন এবং সুন্দর ও সুষ্ঠুভাবে এ প্রতিযোগিতা সম্পন্ন করার জন্য সকলকে ধন্যবাদ জানান।

খেলাধুলা বিষয়ক উপকমিটির সভাপতি অধ্যাপক ড. রাশেদ তালুকদার এর সভাপতিত্বে ও শারিরীক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মেহের আরা বেগম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. গোলাম আলী হায়দার চৌধুরী, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ড. আবদুল মুনিম জোয়ারদার, শারিরীক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়া।

এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/২২ ফেব্রয়ারি ২০২০/এএএম/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন