আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের শহীদ দিবস উদযাপন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২২ ১৯:১৮:১৩

সিলেট :: দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুক্রবার এক আলোচনা সভা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরীর সভাপতিত্বে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এম.পি ধর্ম ও বাণিজ্য মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, মোগলাবাজার থানার ওসি আকতার হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ডাঃ মাহবুবুল আলম, সাবেক চেয়ারম্যান চুনু মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, শিক্ষা কর্মকর্তা রাজ্জাক হোসেন, সমাজসেবা কর্মকর্তা ফখরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী ইসফাকুর রহমান চৌধুরী, উপজেলা প্রকৌশলী আফছর আহমদ, মৎস্য কর্মকর্তা ছমির উদ্দিন, নির্বাচন কর্মকর্তা তানজিদা আফরিন চন্দা, পরিসংখ্যান কর্মকর্তা মোস্তফা মাহমুদ ইফতেখার চৌধুরী, তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রানা। দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুল হক, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ, প্রবাসী মাওলানা মিজানুর রহমান সহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংসদ সদস্যর ঐচ্ছিক তহবিলের নগদ অর্থ গরিব ও অসহায় লোকদের মধ্যে বিতরণ করেন।

পরে প্রধান অতিথি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার প্রদান করেন।

সিলেটভিউ২৪ডটকম/২২ ফেব্রুয়ারি ২০২০/ প্রেবি/ জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন