আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

এইডেড হাই স্কুলের এসএসসি ৭০ ব্যাচের সুবর্ণ জয়ন্তী সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২২ ১৯:৫২:৩২

সিলেট :: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন সৃষ্টির অঙ্গীকারের মধ্য দিয়ে দি এইডেড হাই স্কুল সিলেট-এর ১৯৭০ সালের এসএসসি ব্যাচের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার আলীবাহার চা বাগানের রেস্ট হাউস প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পূনর্মিলনী অনুষ্ঠানের সূচনা হয়।

সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী সাব্বির হামিদ সুজার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া তিনটি পর্বে বিভক্ত পূনর্মিলনী অনুষ্ঠানে সহপাঠীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয় সিলেটের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ ও সুবর্ণ জয়ন্তী নিবন্ধন উপ পরিষদের আহবায়ক আতিকুর রহমান।

শিক্ষকবৃন্দের পক্ষে বক্তব্য রাখেন- মইনউদ্দিন আহমদ, শমশের আলি ও আব্দুল জলিল চৌধুরী।

কোরআন থেকে তেলাওয়াত করেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ইয়াহিয়া আহমদ ও গীতা পাঠ করেন ডা. সুধাময় মজুমদার।

অনুষ্ঠানে শেখ মোস্তাক সিদ্দিকী কামালের সম্পাদনায় প্রকাশিত স্মৃতিময় ৭০ শিরোনামের সুবর্ণ জয়ন্তী ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহারের ব্যবস্থাপনায় সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আলীবাহার চা বাগানের রেস্ট হাউজ প্রাঙ্গনকে সাজানো হয় বাহারী সাজে।

দিনব্যাপি চলে বিভিন্ন ধরণের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


সিলেটভিউ২৪ডটকম/২২ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন