আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

দাড়িয়াপাড়া সমাজ কল্যাণ সংস্থার বার্ষিক সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৩ ১৮:২৪:৪৫

সিলেটভিউ ডেস্ক :: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহত্তর দাড়িয়াপাড়া সমাজ কল্যাণ সংস্থার ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে সংস্থার অস্থায়ী কার্যালয় প্রাঙ্গনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

২নং ওয়ার্ড আওয়ামী লীগ, ২নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটি ও সংস্থার সভাপতি মো. গৌসুল আলমের সভাপতিত্বে ও সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীহার রঞ্জন দাস (বাচ্চু)'র পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর (সম্রাট), মহিলা কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা, শাহরিয়ার হারুন, পান্না লাল রায়, আলমগীর কুমকুম, তাজ আহমদ লিটন, পৃথ্বিরাজ তালুকদার, শ্রীভাস দাস, তপন মিত্র, মিহির কান্তি দাস (বুলবুল) প্রমূখ।

সভাপতির প্রতিবেদনের মধ্যে শুরু হওয়া সভায় কোরআন তেলাওয়াত করেন হাফিজ ফেরদৌস আহমদ ও গীতা পাঠ করেন ইঞ্জিনিয়ার মনোজ বিকাশ দেব রায়।

 সভায় সভাপতির বক্তব্যে ২নং ওয়ার্ড আওয়ামী লীগ, ২নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটি ও সংস্থার সভাপতি মো. গৌসুল আলম বলেন, আমাদের দাড়িয়াপাড়া এলাকাকে ডিজিটাল এলাকা হিসেবে গড়ে তোলা ও এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ১৯৯৭ সালে আমাদের যাত্রা শুরু হয়। আশা করি আমাদের সম্মিলিত প্রচেষ্ঠায় এলাকাকে মাদক, সন্ত্রাস, জংগিবাদ মুক্ত ও আলোকিত এলাকা হিসেবে গড়ে তুলবো।

সিলেটভিউ২৪ডটকম/২৩ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন