আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

কৃষ্ণ গোবিন্দ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৩ ১৮:৫৩:১৩

সিলেটভিউ ডেস্ক :: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারাদেশের ন্যায় স্টুডেন্টস কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিদর্শন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, উপজেলা শিক্ষা অফিসার নাহিদ পারভীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রুমান মিয়া, এসএমসি’র সভাপতি আজাদুর রহমান সামাদ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাববৃন্দ কেন্দ্র পরিদর্শন করেন।

স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করে ৫ম শ্রেণির শিক্ষার্থী সুদীপ্তা চক্রবর্ত্তী।

এছাড়া প্রিজাইডিং অফিসার হিসেবে সুনন্দা দত্ত স্নেহা, সহকারী প্রিজাইডিং অফিসার আনন্দ দাস, সীমান্ত কুমার দাস ও দেলোয়ার হোসেন রানা, পুলিং অফিসার জান্নাতুন ফেরদৌস আয়শা আক্তার জনি, পান্না বেগম, মাইশা বেগম, জান্নাতুল তাসরিম, নুসরাত আক্তার, পুলিং এজেন্ট লিমন, লাহি, লস্কর, কবির, শাহরিয়া দায়িত্ব পালন করে।

স্টুডেন্টস কাউন্সিলর নির্বাচনের ফলাফল ঘোষণা করেন কৃষ্ণ গোবিন্দ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন চন্দ্র তালুকদার। ঘোষিত ফলাফল অনুসারে  ৩য় শ্রেণির ফাতেহা বেগম, তালহা বেগম, ৪র্থ শ্রেণির তামিম আবু বকর, রিতম দাস হৃদয়, ৫ম শ্রেণির তানজির আহমদ, লিমন মিয়া, সুহিন আহমদ নির্বাচিত হয়।

নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ে সহকারী শিক্ষক পলি বেগম, এস.এম হাসিনা, নুরজাহান বেগম, শুভদ্রা পুরকায়স্থ, লায়লী পুরকায়স্থ, রত্না বালা নাথ প্রমুখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন চন্দ্র তালুকদার জানান, সকল শিক্ষা প্রতিষ্ঠানের মত আমাদের প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে ক্ষুদে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

সিলেটভিউ২৪ডটকম/২৩ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন