আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের গার্লস ফ্যাসিলিটিজ কর্নার পরিদর্শনে শিক্ষামন্ত্রী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৩ ১৯:২২:২৬

সিলেট :: সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের গার্লস ফ্যাসিলিটিজ কর্নার পরির্দশন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ অনুষ্ঠানে সিলেট আসার পর এ বিদ্যালয়ের গার্লস ফ্যাসিলিটিজ কর্নার পরির্দশনে যান।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে তিনি বিদ্যালয় পরিদর্শনে যান। এসময় গার্লস ফ্যাসিলিটিজ কর্নার ঘুরে দেখার পাশাপাশি শিক্ষার্থীদের সাথে কথা বলেন। ছাত্রীদের জন্য এ ধরণের উদ্যোগ গ্রহণ করায় বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী।

বিদ্যালয়ে পৌঁছলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য টিটু ওসমানী।

বিদ্যালয় পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ সামাদ চৌধুরী কয়েছ, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দুলাল মিয়া প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২৩ ফেব্রুয়ারি ২০২০/পিডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন