আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

শাবি জাতীয় ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৩ ২১:০৪:৩৭

শাবি প্রতিনিধি :: ক্যাম্পাসে যেকোন গনতান্ত্রিক অধিকার আদায়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রদলের নেতৃবৃন্দ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় তারা বলেন, জাতীয় ছাত্রদল প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে কাজ করে আসছে। ২০১০ সালের পর থেকে আমরা শিক্ষার্থীদের ১০ দফা দাবি নিয়ে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীরা যেকোনো যৌক্তিক দাবি  নিয়ে আন্দোলন করলে আমরা তাদের পাশে থাকবো। আমরা চাই শিক্ষার্থীরা যেনো তাদের অধিকার ফিরে পায়। 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি রামকৃষ্ণ দাস, বর্তমান সভাপতি দীনবন্ধু চন্দ্র সরকার, সহসভাপতি সৌরভ চন্দ্র ঘোষ, অমৃত রায় ও রুপেল চাকমা, সাধারণ সম্পাদক উসমান গনি, সহসাধারণ সম্পাদক এএসএম রবিউল আলম সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শিবানন্দ হাজং, প্রচার সম্পাদক মিলন বিশ্বাস, পাঠচক্র সম্পাদক ওয়াশিম মাহমুদ শামস, সদস্য শুভ্রদেব হাজং, রনি হাজং প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম ২৩ ফেব্রুয়ারি ২০২০/এএএম/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন