আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

গোলাপগঞ্জে ডাকাতি, মালামাল লুট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৩ ২২:৩৪:৪৮

গোলাপগঞ্জ সংবাদদাতা :: গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ১নং ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও ফাজিলপুর গ্রামের বাসিন্দা আব্দুস শহিদের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, ডাকাদল ওইদিন গভীর রাতে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে বাড়ির লোকজনকে বাথরুমে আটক রেখে ও আব্দুস শহিদকে মারধর করে নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে যায়।

আব্দুস শহিদ জানান বাড়ির লোকজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দুইটার দিকে ৮-১০ জনের সংঘবদ্ধ ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ঘরের লোকজনকে বেঁধে বাথরুমে আটকে রাখে ও তাকে মারধর করে।

এসময় ঘরের স্টীল আলমারী ও শো-কেস ভেঙ্গে তছনছ করে ৩০ভরি স্বর্ণ, নগদ ৪০হাজার টাকা, মোবাইল ও ট্যাবসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সিলেটভিউ২৪ডটকম/২৪ ফেব্রুয়ারি ২০২০/ অজা/ জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন