আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

দ্রুত কমিটি গঠনের লক্ষ্যে মহানগর যুবদলের ৯টি সাংগঠনিক টিম গঠন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৪ ০০:৩০:০২

সিলেট :: সিলেট মহানগর যুবদলের আহবায়ক কমিটির উদ্যোগে ২৭টি ওয়ার্ডে কমিটি গঠনের লক্ষ্যে কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিার নগরীর অস্থায়ী কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

মহানগর যুবদলের আহবায়ক নজীবুর রহমান নজীবের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেকের পরিচালনায় নগরীতে দ্রুত কমিটি গঠনের লক্ষ্যে ৯টি সাংগঠনিক টিম গঠন করা হয়।

সাংগঠনিক টিমের উদ্দেশ্যে সভাপতির নির্দেশনামূলক বক্তব্যে নজীবুর রহমান নজীব বলেন, প্রতিটি ওয়ার্ডে যুবদলকে ঢেলে সাজাতে হবে। সাংগঠনিকভাবে দক্ষ প্রকৃত জিয়ার সৈনিকদের নিয়ে প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করা হবে। দলের তৃণমূলকে শক্তিশালী করতে প্রত্যেকটি টিমকে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে নিরলসভাবে কাজ করতে হবে। দ্রুতগতিতে প্রত্যেকটি ওয়ার্ডে কর্মীসভার প্রস্তুতি সম্পন্ন করতে হবে। যেকোনো প্রতিকূল অবস্থা মোকাবেলার মানসিকতা তৈরি করে এগিয়ে যেতে হবে। কর্মীসভায় কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করা হবে। সুতরাং দলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে।

সিলেট মহানগর যুবদলের গঠিত ৯টি সাংগঠনিক টিমসমূহ:
(১) ১, ২ ও ৩নং ওয়ার্ডে দলনেতা আনোয়ার হোসেন মানিক, সদস্য নাছির উদ্দিন ও এহতেশামুল হক সবুজ।

(২) ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে দলনেতা লুৎফুর রহমান, সদস্য আব্দুল্লাহ সাফি সাহেদ ও রেজওয়ান আহমদ।

(৩) ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে দলনেতা লোকমান আহমদ, সদস্য এমদাদুল হক স্বপন ও ওসমান গণি।

(৪) ১০, ১১ ও ১২নং ওয়ার্ডে দলনেতা সোহেল মাহমুদ, সদস্য মির্জা সম্রাট ও ফরহাদ বক্স।

(৫) ১৩, ১৪ ও ১৫নং ওয়ার্ডে দলনেতা তোফাজ্জল হোসেন বেলাল ও সদস্য জামিল আহমদ।

(৬) ১৬, ১৭ ও ১৮নং ওয়ার্ডে দলনেতা সাহিবুর রহমান সুজান, সদস্য কল্লোল জ্যোতি বিশ্বাস জয় ও জয়নুল ইসলাম জনি।

(৭) ১৯, ২০ ও ২১নং ওয়ার্ডে দলনেতা রুহুল কুদ্দুস হামজা, সদস্য মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর ও এস. এম. পলাশ।

(৮) ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডে দলনেতা বেলায়েত হোসেন মোহন ও সদস্য উমেদুর রহমান উমেদ।

(৯) ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডে দলনেতা নজরুল ইসলাম, সদস্য এম. এ. মতিন ও ইসহাক আহমদ।

সভায় মহানগর যুবদলের সদস্য রুহুল কুদ্দুস হামজার সুস্থতা কামনা করা হয় এবং গ্রেফতারকৃত যুবদল সদস্য নজরুল ইসলামের মুক্তি দাবী করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/২৪ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন