আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমে ৪ দিনব্যাপী অনুষ্ঠানমালা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৪ ১১:৫৫:৩৬

সিলেট ::  শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৫তম আবির্ভাব তিথি ও বার্ষিক উৎসব উপলক্ষে সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমে ৪ দিনব্যাপী ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।


উৎসবের প্রথম দিন ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ভোর ৫টায় মঙ্গলারতি ও স্তোত্র পাঠ, সকাল ৭টায় শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, গীতা ও চণ্ডীপাঠ, সকাল ৮টায় ঠাকুরের বিশেষ পূজা, হোম ও পরে মহোৎসব। সকাল সাড়ে ১০টায় আলোকিত কথামৃত পাঠচক্র, করেরপাড়া সিলেটের অংশগ্রহণে সঙ্গীতাঞ্জলি। বেলা সাড়ে ১১টায় শ্রীদেবল দেব সিলেটের পরিবেশনায় লীলা কীর্ত্তন, দুপুর ২টায় শ্রীপঙ্কজ দেব গোয়ালাবাজার ওসমানীনগরের পরিচালনায় বাউল গান, বিকেল সাড়ে ৩টায় অনুর্ধ ১২ বছরের শিশু কিশোরদের সঙ্গীত ও আবৃত্তি। বিকাল সাড়ে ৪টায় শ্রী সুবিনয় রায়ের পরিবেশনায় সঙ্গীতালেখ্য।

বিমলেন্দু দে’র সভাপতিত্বে সন্ধ্যা ৬টায় ‘রামকৃষ্ণ মিশন ও সেবাযোগ’ শীর্ষক আলোচনা সভা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাক্তন ভি.সি. প্রফেসর ড. সুশান্ত কুমার দাস। আলোচনায় অংশ গ্রহণ করবেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, প্রকৌশলী সুধাময় দেব, ডাঃ কল্লোল বিজয় কর, বিকাশ রঞ্জন বিশ্বাস, স্বামী পরমপদানন্দ।
রাত ৮টায় বিশেষ সঙ্গীতানুষ্ঠানে অংশ গ্রহণ করবেন প্রিয়াংকা রায়, স্বপ্নীলা চৌধুরী, সুস্মিতা চৌধুরী, ঐশী বর্ধন, পারমিতা বিশ্বাস ও মুমু চৌধুরী।

উৎসবের দ্বিতীয় দিন ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টায় রামকৃষ্ণ কথামৃত পাঠচক্র, দক্ষিণ সুরমার পরিবেশনায় সঙ্গীতাঞ্জলি। দুপুর সাড়ে ১২টায় কবিরত্ম মণিনাথ কৃষ্ণাল বাহুবল হবিগঞ্জের পরিবেশনায় পদাবলী কীর্তন। বিকাল ৪টায় অমিত ব্রহ্ম সিলেটের পরিচালনায় তবলা লহরা, বিকাল ৫টায় অনিমেষ বিজয় চৌধুরী সিলেটের পরিচালনায় গীতি আালেখ্য।
উপাধ্যক্ষ (অব.) সুষেন্দ্র কুমার পালের সভাপতিত্বে সন্ধ্যা ৬টায় ‘মহিয়সী নারী শ্রীমা’ শীর্ষক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথি থাকবেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান, আলোচনায় অংশ গ্রহণ করবেন মদনমোহন সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সর্ব্বানী অর্জুন, শ্রীমা সারদা সংঘ সিলেটের সম্পাদিকা বীথিকা দত্ত, অশোক রঞ্জন চৌধুরী, স্বামী হরিদাসানন্দ।

রাত ৮টায় বিশেষ সঙ্গীতানুষ্ঠানে অংশ গ্রহণ করবেন অজন্তা চক্রবর্ত্তী, প্রণতি ভট্টাচর্য্য, সুমনা আজিজ, মুন্না দত্ত, ডাঃ শতাব্দী চৌধুরী ও সোনিয়া রায় প্রমুখ।


উৎসবের তৃতীয় দিন ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ডা. দীপিকা চক্রবর্ত্তী ও মৌসুমী পুরকায়স্থ এর যৌথ পরিচালনায় গীতি আলেখ্য। বেলা সাড়ে ১১টায় প্রদীপ দে বটেশ্বর সিলেটের পরিচালনায় কালী কীর্ত্তন, দুপুর ১টায় কবিরত্ন মণিনাথ কৃষ্ণাল বাহুবল হবিগঞ্জের পরিবেশনায় পদাবলী কীর্তন। বিকাল ৪টায় শ্রীমা সারদা সংঘ সিলেটের পরিবেশনায় গীতি আলেখ্য। বিকার ৫টায় পূর্ণিমা দত্ত রায় সিলেটের পরিবেশনায় ভজন সঙ্গীত।
অধ্যাপক বিজিত কুমার দে’র সভাপতিত্বে সন্ধ্যা ৬টায় ‘স্বামীজীর সমাজ ভাবনা’ শীর্ষক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি থাকবেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড়, ভারতের সিনিয়র ট্রাস্টী ও অছি পরিষদ সদস্য শ্রীমৎ স্বামী দিব্যানন্দজী মহারাজ। বিশেষ অতিথি থাকবেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড়, ভারতের সিনিয়র ট্রাস্টী ও অছি পরিষদ সদস্য শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ। আলোচনায় অংশ গ্রহণ করবেন এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য, এডভোকেট বিজয়কৃষ্ণ বিশ^াস, স্বামী বিষ্ণুকৃপানন্দ।

রাত ৮টায় বিশেষ সঙ্গীতানুষ্ঠানে অংশ গ্রহণ করবেন হিমাংশু বিশ্বাস, রানা কুমার সিনহা, বিজন রায়, প্রতীক এন্দ, অনুরাগ দাস, অশোক আচার্য্য ও অর্ণব কান্তি সিংহ প্রমুখ।

উৎসবের ৪র্থ দিন অর্থ শেষ দিন ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টায় পদ্মিনী রায় ইমন সিলেটের পরিবেশনায় গীতি আলেখ্য। বেলা সাড়ে ১১টায় নাট্যম সঙ্গীত বিদ্যালয় কাজলশাহ, সিলেটের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান। দুপুর সাড়ে ১২টায় কবিরতœ মণিনাথ কৃষ্ণাল বাহুবল হিবগঞ্জের পরিবেশনায় রামায়ণ গান। বিকেল ৪টায় নীলেন্দু ভট্টাচার্য্যরে পরিবেশনায় সঙ্গীতাঞ্জলি। বিকাল ৫টায় প্রণতি ভট্টাচার্য্য সিলেটের পরিচালনায় গীতি আলেখ্য।


বিরাজ মাধব চক্রবর্ত্তী মানসের সভাপতিত্বে সন্ধ্যা ৬টায় ‘ধর্ম সমন্বয়ে শ্রীরামকৃষ্ণ’ শীর্ষক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি থাকবেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড়, ভারতের সিনিয়র ট্রাস্টী ও অছি পরিষদ সদস্য শ্রীমৎ স্বামী দিব্যানন্দজী মহারাজ। আলোচনায় অংশ গ্রহণ করবেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন বেলুড়, ভারতের সিনিয়র ট্রাস্টী ও অছি পরিষদ সদস্য শ্রীমৎ স্বামী জ্ঞানলোকানন্দজী মহারাজ, মহানাম সম্প্রদায় বাংলাদেশের সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী, ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক ফরিদ উদ্দিন আহমদ, ক্যাথলিক ধর্ম প্রদেশ সিলেটের বিশপ বিজয় এনডি ক্রুজ, বৌদ্ধ বিহার সিলেটের অধ্যক্ষ সংঘানন্দ থেরো, স্বামী নামামৃতানন্দ।

রাত ৮টায় নীলাঞ্জন দাস টুকুর পরিবেশনায় ও বিবেকানন্দ বিদ্যার্থী ভবনের ছাত্রবৃন্দের পরিবেশনায় নাটক অনুষ্ঠিত হবে।
৪ দিনব্যাপী বার্ষিক উৎসবে বৃহত্তর সিলেটের সকল শ্রীরামকৃষ্ণ ভক্ত সজ্জনদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ।



সিলেটভিউ২৪ডটকম/২৪ ফেব্রুয়ারি, ২০২০/প্রেবি/ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন