আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে নজরুল অডিটোরিয়ামে মঞ্চস্থ হচ্ছে চিহ্ন’র ‘সারারাত্তির’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৪ ১৮:২৮:৫৩

সিলেটভিউ ডেস্ক :: প্রযোজনা ভিত্তিক নাট্য সংগঠন ‘চিহ্ন’ আত্মপ্রকাশ করছে । আত্মপ্রকাশের দিন চিহ্ন মঞ্চস্থ করতে যাচ্ছে বাদল সরকারের রচিত নাটক ‘সারারাত্তির’।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে  মঞ্চস্থ হবে নাটকটি।

নাটকটির নির্দেশনা দিয়েছেন শাবিপ্রবির নাট্য সংগঠন দিক থিয়েটারের সাবেক সভাপতি তনু দীপ।

নির্দেশক তনু দীপ জানান, বাস্তব আর পরাবাস্তবের উপর নির্ভর করে নাটকটি এগিয়েছে। নাট্যকার সুতিঘ্নভাবে গল্পের গাথনি নির্মাণ করেছেন। মুলত, একরাতে একজন বৃদ্ধ মানুষের সাথে হঠাৎ রাস্তায় দেখা হয় একজন নারীর, আর সেই সময়ের মধ্যদিয়ে নারীর পরিবর্তন এবং বাস্তব ও পরাবাস্ততার মধ্যদিয়ে এগিয়ে যায় গল্পটি।

নাটকের বিভিন্ন চরিত্রের নাম ভূমিকায় আছেন মো. আনোয়ার হোসেন রনি, নজরুল ইসলাম মনজুর ও সাদিয়া জান্নাত জয়া।

সিলেটভিউ২৪ডটকম/২৪ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন