আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

শাবিতে 'সাস্ট সায়েন্স অ্যারেনা'র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৪ ১৯:৫৭:৩৮

শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ক সংগঠন ‘সাস্ট সায়েন্স অ্যারেনা’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ইউনিভার্সিটি সেন্টারের ২০৩নং কক্ষে পদার্থ বিজ্ঞানী অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম স্মরণে আলোচনা-সভা ও তার নামে গ্রন্থাগার উদ্বোধন করা হয়।

এ সময় সংগঠনটির উপদেষ্টা জেনিটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন, ইইই বিভাগের প্রভাষক হৃতেশ্বর তালুকদার, সংগঠনটির সভাপতি রাকিব হোসেন, সাধারণ সম্পাদক তাহমিদ ওয়াসিফসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে একই স্থানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। সন্ধ্যা ৭টায় একাডেমিক বিল্ডিং-সি এর পার্শ্ববর্তী টিলায় তারা পর্যবেক্ষণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ। এছাড়া রাতে বারবিকিউ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

উল্লেখ্য, ২০০৪ সালে প্রতিষ্ঠা হওয়ার পর সংগঠনটি বিভিন্ন বিজ্ঞান বিষয়ক সভা, সেমিনারের আয়োজন করে আসছে।

সিলেটভিউ২৪ডটকম/২৪ ফেব্রুয়ারি ২০২০/এএএম/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন