আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে: বিশ্বনাথে এসপি ফরিদ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৪ ২০:৩৩:৩০

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেছেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে, সমাজের ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। শরীর গঠনের খেলাধুলার বিকল্প নেই। সন্তানরা যাতে মাদক বা কোন অপরাধের সাথে সম্পৃক্ত না হয় সেজন্য পিতামাতাকে সর্বদা সচেতন থাকতে হবে। রাতের বেলা সন্তানরা যাতে ঘরের বাইরে না থাকে সেদিকে যেমন পিতাকে খেয়াল রাখতে হবে, তেমনি সন্তানকে আদর করার মাধ্যমে কৌশলে সন্তানের মুখের ঘ্রাণ নিয়ে মাকে দেখতে হবে যে সন্তান মাদক সেবন করছে কিনা।

তিনি সোমবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়ন ফুটবল এসোসিয়েশন আয়োজিত ৫ম স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খেলায় চৈতননগর ফুটবল ক্লাব-চৈতননগর ট্রাইবেকারে ৪-৩ গোলের ব্যবধানে শাহ আবদুর রব গৌছ ফুটবল একাদশ-মৌলভীরগাঁওকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন চৈতননগর ফুটবল ক্লাবের গোলকিপার আবদুর রাজ্জাক।

দৌলতপুর ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের সভাপতি সুমন আহমদের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার মোহাম্মদ আলী লিটন ও জুয়েল আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, সমাজসেবক-শিক্ষানুরাগী প্রবাসী আলহাজ্ব আজিজুর রহমান আইয়ুব, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান মেম্বার। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজির আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-৩ শাহানারা বেগম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, প্রবাসী আবদুল বাতিন, দৌলতপুর প্রিমিয়ার লীগ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, ছাত্রনেতা মিয়াদ আহমদ, দৌলতপুর ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের উপদেষ্টা আনোয়ার মিয়া, জামাল আহমদ, মাসুদ আহমদ, সাব্বির আহমদ, ইসমাঈল আলী, চান মিয়া, সাদ উদ্দিন, আশরাফ খান, শাহীন খান, ফয়সল খান, সহ সভাপতি রিপন চৌধুরী, মনসুর মিয়া, আবুল হোসেন, জাহেদ মিয়া, যুগ্ম সম্পাদক জাকির ডন, সেলিমুর রহমান, আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক রুমন খান, সহ সাংগঠনিক সম্পাদক জুনেদ মিয়া, রুবেল খান, অর্থ সম্পাদক শরীফ উদ্দিন, সহ অর্থ সম্পাদক লিয়াকত মিয়া, প্রচার সম্পাদক ফারহান আহমদ, সহ প্রচার সম্পাদক নাসির উদ্দিন, ক্রীড়া সম্পাদক জুবায়ের আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২৪ ফেব্রুয়ারি ২০২০/প্রনঞ্জয়/ জুনেদ

শেয়ার করুন

আপনার মতামত দিন