আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বড়শলা সুপার লিগের সিজন-২ এর ফাইনাল সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৪ ২১:৩১:০৩

সিলেট ::  বড়শলা সুপার লিগ-২০২০ এর সিজন-২ এর ফাইনাল সম্পন্ন হয়েছে। ফাইনালে বিএসএল ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিএসএল লায়ন্স। বিমানবন্দর এলাকার ফরেস্ট মাঠে আজ সোমবার দুপুরে এ ফাইনাল হয়।

পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদিমনগর ইউপি চেয়ারম্যান দিলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিমানবন্দর থানার ওসি শাহাদাত হোসেন, ফরেস্ট্রি সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের ডিরেক্টর শফিকুল ইসলাম, বড়শলা মডেল টাউন ক্লাবের সভাপতি জহির উদ্দিন বাবর, ব্যবসায়ী ফয়জুল হোক খান, অলিদ এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আজাদ আহমদ ছাদ, এসবিএম গ্রুপ সিএন্ডএফ এজেন্ট এর স্বত্ত্বাধিকারী আব্দুল আহাদ, সুমন ট্রেডার্র স্বত্ত্বাধিকারী সুমন আহমেদ।

ফাইনালে টসে হেরে বিএসএল ওয়ারিয়র্স প্রথমে ব্যাটিং করে ১০০ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাসেল সর্বোচ্চ ১৩ বলে ২৭ রান, ইমন ৮ বলে ২০ এবং সুমন ১৯ রান করেন। বিএসএল লায়ন্স এর রিপন ২৫ রান দিয়ে ৪ উইকেট, মুকুল ২০ রান দিয়ে ২ উইকেট এবং রাজন ২১ রান দিয়ে ২ উইকেট লাভ করেন।

১০১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১ ওভার বাকি থাকতেই জয়ের লক্ষে পৌঁছে যায় বিএসএল লায়ন্স।  দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন জুবের, মুকুল করেন ৩০ রান।

ফাইনালে ৩০ রান ও ২ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হন মুকুল। টূর্নামেন্টে সেরা ব্যাটসম্যান হন, সেরা বোলার সুমন এবং ম্যান অফ দ্য সিরিজ হন মুকুল, ২৩২ রান ও ১০ উইকেট নিয়ে।

সিলেটভিউ২৪ডটকম/২৪ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন