আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

ঢাকা গ্রন্থমেলায় সিলেট বন্ধুসভার ‘সুরমা’র মোড়ক উন্মোচন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৪ ২১:৪৪:১৪

সিলেটভিউ ডেস্ক :: ঢাকার অমর একুশে গ্রন্থমেলায় মোড়ক উন্মোচিত হলো সিলেট প্রথম আলো বন্ধুসভার সাহিত্য সাময়িকী ‘সুরমা’র।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশিষ্টজনদের সাথে নিয়ে বই মেলায় মোড়ক উন্মোচন করেন সিলেট বন্ধুসভার সদস্যরা।

সাহিত্য-সাময়িকী ‘সুরমা’ র সম্পাদক ছিলেন সিলেট বন্ধুসভার সহসভাপতি সাকিব আহমদ মিঠু।

এসময় উপস্থিত ছিলেন প্রথম আলোর সংস্কৃতি-বিনোদন বিভাগের প্রধান জাহীদ রেজা নূর, প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদ সাইদুজ্জামান রওশন, প্রথম আলো সিলেট প্রতিনিধি সুমনকুমার দাশ, লেখিকা সুচিত্রা স্প্রথা, লেখক ও গবেষক ইমরান আকন্দ।

আরও উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভা সিলেটের সাবেক সভাপতি শাহ সিকান্দর শাকির, বর্তমান সভাপতি তামান্না ইসলাম, সহসভাপতি সাকিব আহমদ মিঠু, সাংগঠনিক সম্পাদক সাফায়েত হোসেন, অর্থ সম্পাদক অন্তর শ্যাম, সদস্য ফারিহা রহমান, এমদাদুল হক।

সাহিত্য-সাময়িকী সুরমার সম্পাদক সাকিব আহমেদ মিঠু বলেন, সুরমা নদীকে কেন্দ্র করে সিলেট শহর গড়ে উঠেছে তাই এবারের সাময়িকীর নামকরণ করা হয়েছে সুরমা। মানবজীবন, বৃক্ষ, পরিবেশ, প্রকৃতি, প্রেম, বিরহের গল্প, কবিতা দিয়ে সাজানো হয়েছে এবারের সাহিত্য-সাময়িকী। এছাড়াও রয়েছে বিভিন্ন ভ্রমণ কাহিনীর গল্প।

সিলেটভিউ২৪ডটকম/২৪ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন