Sylhet View 24 PRINT

বিএডিসি’র উদ্যোগে বারি হাইব্রিড মিষ্টি কুমড়ার উপর মাঠ দিবস

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৪ ২২:২৯:৪৯

সিলেট :: সিলেটের দক্ষিণ সুরমায় লালাবাজার ইউনিয়নের বালকি গ্রামে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে বারি হাইব্রিড মিষ্টি কুমড়া-১ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বিএডিসি’র সবজি বীজ বিভাগের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে হাইব্রিড সবজি বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের উদ্যোগে আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শ্রীনিবাস দেবনাথ।

বিএডিসির উপপরিচালক (বীজ বিপনন) কৃষিবিদ সুপ্রিয় পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেটের আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মোহাম্মদ আবু নাছের, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ পরিচালক সালাহ উদ্দিন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন কৃষি গবেষণা বিভাগ সিলেটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক গবেষণাগার সিলেটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এনায়েতুর রহমান, বিএডিসি সিলেটের উপপরিচালক (অধিক বীজ) আশুতোশ দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের প্রশিক্ষণ কর্মকর্তা বিমল সোম সহ অন্যান্যরা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএডিসি’র সিনিয়র সহকারি পরিচালক (বীবি) সুনামগঞ্জ সারোয়ার এ জাহান ও উপসহকারি পরিচালক (বীবি) মৌলভীবাজার মতি লাল ধর। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, কম সময়ে অধিক ফলনশীল একটি মিষ্টি কুমড়ার জাত হচ্ছে বারি হাইব্রিড মিষ্টি কুমড়া-১। পতিত কিংবা অনাবাদী জমি অথবা যেকোন জমি, বিশেষ যে জমিতে পানি জমে না তাতে এই মিষ্টি কুমড়া চাষাবাদ সহজে কৃষক লাভবান হতে পারবেন। যেহেতু এটা উচ্চ ফলনশীল এবং উৎপাদন খরচ একেবারে কম তাই এই ফসল চাষে কৃষকদের আরো এগিয়ে আসার আহবান জানান সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে প্রায় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

সিলেটভিউ২৪ডটকম/ ২৪ ফেব্রুয়ারি ২০২০/ প্রেবি/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.