আজ মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ইং

‘ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৫ ১৮:২১:০৮

মাধবপুর প্রতিনিধি :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দীর্ঘ সংগ্রামের মধ্যে আমরা বাংলা ভাষা পেয়েছি। সর্বত্র বাংলা ভাষার ব্যবহার করা প্রয়োজন।

তিনি মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ডিগ্রী কলেজে স্বেচ্ছাসেবী সংঘটন আলোর অনিবার্ণ কর্তৃক আয়োজিত শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথা গুলো বলেন।

কলেজের অধ্যক্ষ আলী আজগরেরর সভাপতিত্বে ও সাংবাদিক আক্তারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শওকত আরা হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড. মো. জাহাঙ্গীর আলম, পুলিশের সিলেট বিভাগের অতিরিক্ত উপমহাপরির্দশক জয়দেব কুমার ভদ্র, মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/২৫ ফেব্রুয়ারি ২০২০/এসসি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন