আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

সরকারী চাকুরীজীবিদের ‘কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৬ ১৫:৫০:৪৭

সিলেট :: ১১-২০ গ্রেডের সরকারী চাকুরীজীবিদের সম্মিলিত অধিকার আদায়ে ‘কেন্দ্রীয় নির্বাহী পরিষদ’ গঠন করা হয়েছে।

রবিবার আংশিক কমিটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করেন।

কমিটিতে সভাপতি মিরাজুল ইসলাম, কার্যকরী সভাপতি কাজী ফাহাদুর রহমান রাজু ও মাহমুদুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়।

অন্যান্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম খাঁন, সাংগঠনিক সম্পাদক খান আতাউর রহমান, অর্থ সম্পাদক আব্দুল রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক মুর্শিদা বেগম, দপ্তর সম্পাদক গাজী আবুল কালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সজল বিশ্বাস, আন্তর্জাতিক বিষয়ক বিষয়ক সম্পাদক মো. জুনায়েদ চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক গোলাম রসুল নয়ন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজী জাহিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সাদ্দাম হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ কাদের, নিরাপত্তা পূর্নবাসন সম্পাদক মো. মোস্তাকুর রহমান।

উক্ত সম্মিলিত ফোরাম কর্তৃক দাবি, বেতন বৈষম্য নিরসন, সকল পদে পদোন্নতি সহ ৮(আট) দফা দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

সিলেটভিউ২৪ডটকম/২৬ ফেব্রুয়ারি ২০২০/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন