আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে জিম্বাবুয়ে অধিনায়কের মুখে সাকিবের কথা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-২৯ ০০:০১:০৬

জ্যেষ্ঠ প্রতিবেদক :: জুয়াড়ির প্রস্তাব গোপন করায় বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞায় আছেন সাকিব আল হাসান। এই অলরাউন্ডারের দলে না থাকাটাকে বাড়তি সুবিধাই মনে করছেন জিম্বাবুয়ের ওয়ানডে অধিনায়ক চামু চিবাবা।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করে জিম্বাবুয়ে দল। সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত ঘাম ঝরায় সফরকারীরা। টেস্টের পরাজয়ের হতাশা ভুলে ওয়ানডে সিরিজে ভালো কিছু করার প্রত্যয় তাঁদের অনুশীলনেই যেন ফুটে ওঠছিল।

অনুশীলন শেষে দলনায়ক চামু চিবাবা সাংবাদিকদের বললেন, ‘ম্যাচে হতে পারে যেকোনো কিছুই। যারা ভালো খেলবে, জয়ের পাল্লা তাদের দিতেই বেশি হেলে থাকবে। তবে আমাদেরকে ভালো খেলতে হবে। নির্দিষ্ট দিনে নিজেদের বেসিকটা খেলতে হবে।’

ভালো করতে দলের সবাই পরিশ্রম করছে বলেও জানালেন এই জিম্বাবুইয়ান।

সিলেটের মাঠে মুগ্ধ চিবাবা বলেন, ‘বেশ উন্নতমানের আউটফিল্ড, দ্রুতও। উইকেটও ভালো মনে হয়েছে। ঘাস আছে, তবে এগুলো আগামীকাল (আজ শনিবার) ছেঁটে ফেলা হবে বলে জানানো হয়েছে। ম্যাচে অনেক রান হবে আশা করছি।’

সাকিবের বিষয়ে চিবাবা বলেন, ‘বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় সে। সে একের ভেতর দুই। ব্যাটে-বলে দুর্দান্ত। সাকিবের না থাকাটা আমাদের জন্য সুবিধাজনক।’

উল্লেখ্য, বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে তিন ম্যাচ সিরিজের প্রথম হবে আগামীকাল রবিবার। পরের ম্যাচ দুটি হবে আগামী মঙ্গলবার ও শুক্রবার। সবগুলো ম্যাচই দিবারাত্রির।

সিলেটভিউ২৪ডটকম/২৯ ফেব্রুয়ারি ২০২০/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন