আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

ভারতে সহিংসতার ঘটনায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ও সুশীল সমাজের নিন্দা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-০২ ১৩:১৯:১৬

সিলেট :: ভারতের নয়াদিল্লীতে সম্প্রতি বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলের দাবিতে আন্দলনরত সাধারণ জনগণের উপর রাষ্ট্রীয় পুলিশ বাহিনীর বর্বরোচিত হামলা ও নির্যাতনের নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম। সিলেটের সুশীল সমাজের প্রতিনিধিরাও ন্যাক্কারজনক এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই হামলা থেকে নারী, শিশু ও বয়োবৃদ্ধরাও রক্ষা পায়নি। আমরা আরো গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, পুলিশী এ হামলার মূল লক্ষ্য ছিল সেখানকার মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠী। ভারতের মতো একটি বৃহৎ গণতান্ত্রিক দেশে আমরা কখনো রাষ্ট্রীয় বাহিনীর এধরনের নিষ্ঠুর আচরণ প্রত্যাশা করি না। সাম্প্রতিক এ ঘটনা সারাবিশ্বে অসাম্প্রদায়িক চেতনার ঐতিহ্যবাহী ভারতকে নিঃসন্দেহে প্রশ্নবিদ্ধ করবে।’

নিন্দাজ্ঞাপনকারীরা হলেন, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম সিলেটেরআহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী, সদস্য সচিব লক্ষ্মীকান্ত সিংহ, সনাক সিলেটের সভাপতি আজিজ আহমেদ সেলিম, বিশিষ্ট আইনজীবী এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, ব্লাস্ট সিলেটের সমন্বয়কারী এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি সিলেটের বিভাগীয় সমন্বয়কারী এডভোকেট সৈয়দা শিরীন আক্তার, সাংবাদিক ফয়সল আহমেদ বাবলু, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কীম, সাংবাদিক মো. মুহিবুর রহমান, আইনজীবী মো. রেজাউল করিম খান, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামের সদস্য নৃপেন্দ্র সিংহ, সামেন্দ্র সিংহ, শিপা ওঁরাও, সারতি ওঁরাও, নীতি বসাক, দিপ্ত নায়েক, বিষ্ণু পাত্র, বিপ্লব পাত্র, সুশীল সিংহ, মিলন ওঁরাও, খাসি স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি লাভিংসন পসনাম, সহ সভাপতি আলিজ্যাক তংসং, সদস্য সোনিয়া তংপের,

 সিলেটভিউ২৪ডটকম/ ০২ মার্চ ২০২০/ প্রেবি/ শাদিআচৌ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন