আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

ম্যাচ জিতেও কোয়ার্টারে যেতে পারলো না এফসি টিকিটাকা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-০৪ ১৫:৪৩:২১

নিজস্ব প্রতিবেদক :: কাউন্সিলর আজাদ কাপ ফুটসালে সুপার সিক্সটিনে জিতেও কোয়ার্টার ফাইনালে যেতে পারলো না ‘এফসি টিকিটাকা মহাজনপট্টি’। ডিফিট খেলোয়াড় (অন্য দলের খেলোয়াড়) নিয়ে সুপার সিক্সটিন পর্বে খেলায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে টুর্নামেন্ট পরিচালনা কমিটি। সোমবার (২ মার্চ) সুপার সিক্সটিনে হামজা-ইয়াসিন এফসি শ্যামলীর বিরুদ্ধে খেলে ট্রাইব্রেকারে জয়ী হয়েছিল এফসি টিকিটাকা মহাজনপট্টি।

খেলার পর প্রতিপক্ষ দলের খেলোয়াড় নিয়ে অভিযোগ তুলে হামজা-ইয়াসিন এফসি। তাদের অভিযোগ ছিল টুর্নামেন্টের নিয়ম ভঙ্গ করে এফসি টিকিটাকা অন্য দলের দুই খেলোয়াড় নিয়ে খেলেছে। এর স্বপক্ষে তারা প্রমাণাদিও দাখিল করে।

অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার উভয় দলের কর্মকর্তাদের ডাকেন টুর্নামেন্ট পরিচালনা কমিটি। এসময় এফসি টিকিটাকা অন্য দলের খেলোয়াড় নিয়ে খেলার বিষয়টি স্বীকার করে। পরে নিয়ম অনুযায়ী হামজা-ইয়াসিন এফসি শ্যামলীকে বিজয়ী ঘোষনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ছমর উদ্দিন মানিক।

এদিকে, টুর্নামেন্টের পঞ্চম রাউন্ডে তৌফিক ফাইটার্স টিলাগড়ের বিরুদ্ধে একই অভিযোগ তুলে সুমন-অপু ফাইটার্স মিরবক্সটুলা। অভিযোগ প্রমাণিত হওয়ায় হেরেও কোয়ার্টার ফাইনালে সুযোগ পায় সুমন-অপু ফাইটার্স।

সিলেটভিউ২৪ডটকম/ ০৪ মার্চ ২০২০/ শাদিআচৌ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন