আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে মাশরাফির অনন্য অর্জন!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-০৬ ২৩:০৬:৩৩

জ্যেষ্ঠ প্রতিবেদক, স্টেডিয়াম থেকে :: অধিনায়ক হিসেবে আজই শেষ ম্যাচ খেললেন মাশরাফি বিন মুর্তজা। এই শেষবেলায় অনন্য এক অর্জন নিজের ঝুলিতে পুরলেন দেশসেরা অধিনায়ক।

আজ শুক্রবার সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষটিতে জিতে তাদেরকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

এই জয়ের মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ৫০ জয়ের অর্জনের মালিক হলেন মাশরাফি।

মাশরাফি ৮৮ ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ৫০ ম্যাচে। হার ৩৬টিতে। ফলাফল আসেনি দুটি ম্যাচে।

আজ মাশরাফির অধিনায়কত্বের ৮৮তম ম্যাচ।

বাংলাদেশের আর কোনো অধিনায়ক এই মাইলফলক পেরোতে পারেন নি।

অধিনায়ক হিসেবে সফলতায় মাশরাফির পরে আছেন হাবিবুল বাশার। ৬৯ ম্যাচে অধিকানয়কত্ব করে তাঁর জয় ২৯ ম্যাচে, হার ৪০টিতে।

সাকিব আল হাসান ৫০ ম্যাচে অধিনায়কত্ব করে ২৩টিতে জয়ের স্বাদ পেয়েছেন। হার মানতে হয়েছে ২৯ ম্যাচে।

শুধু জয়ের দিক দিয়েই এগিয়ে থাকা নয়, মাশরাফি অধিনায়ক হিসেবে সফলতার হারেও সবার চেয়ে এগিয়ে। তাঁর সফলতার হার ৫৮.১৩। এর পরে সাকিবের ৪৬.৯৩ এবং বাশারের ৪২.০২।

সিলেটভিউ২৪ডটকম/৬ মার্চ ২০২০/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন