আজ বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ইং

শুভ সকাল, ২৫ মার্চ ২০২০

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৫ ০৮:৫৯:০৯

ধন্যবাদ মহান সৃষ্টিকর্তাকে। তিনি আরও একটি সুন্দর দিন উপহার দেয়ার জন্য।আর এর সাথে আমরা করোনামুক্ত একটি দিন প্রার্থনা করি মহান সৃষ্টিকর্তার কাছে ( আমিন ) ।

আজ বুধবার, ২৫ মার্চ ২০২০ খ্রিস্টাব্দ। ১১ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ। ২৯ রজব ১৪৪১ হিজরি।

২৫ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮৫তম দিন। বছর শেষ হতে আরো ২৮১ (অধিবর্ষে ২৮২) দিন বাকি রয়েছে।

বাণী চিরন্তন : অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে ।
-গোল্ড স্মিথ

ঘটনাবলী

    ১৯৭১ - পাকিস্তানী সেনাবাহিনী ঢাকা সহ সারা বাংলাদেশে বাঙালির উপর আক্রমণ শুরু করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়।
    ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জ্যামাইকা।
    ১৯৭৫ - সৌদি আরবের বাদশাহ ফয়সাল বিন আবদুল আজিজ তার ভ্রাতুস্পুত্র ফয়সাল বিন মুসাইদের গুলিতে রিয়াদের রাজপ্রাসাদে নিহত হন।

জন্ম


    ১৯০৮ - ডেভিড লিন, ইংরেজ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। (মৃ. ১৯৯১)
    ১৯১৪ - নরম্যান বোরলাউগ, আমেরিকান কৃষি বিজ্ঞানী, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। (মৃ. ২০০৯)
    ১৯২১ - সিমন সিনিয়রে, ফরাসি অভিনেত্রী। (মৃ. ১৯৮৭)
    ১৯৪৭ - স্যার এলটন জন, ইংরেজ গায়ক, গীতিকার ও পিয়ানো বাদক।

মৃত্যু

    ১৯৭৫ - কিং ফয়সাল বিল আব্দুল আজিজ সৌদি আরবের বাদশা।

শেয়ার করুন

আপনার মতামত দিন