Sylhet View 24 PRINT

শিক্ষাবিদ জুবায়ের সিদ্দিকীর মৃত্যুতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শোক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৫ ১৩:০৩:৪৭

সিলেট :: ইন্সটিটিউট অব বিজনেস এন্ড ইনফরমেশন টেকনোলজি (আইবিআইটি)-এর সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবার। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী বুধবার এই শোক বার্তা প্রদান করেছেন।

শোক বার্তায় তৌফিক চৌধুরী বলেন, জুবায়ের সিদ্দিকী মেট্রোপলিটন ইউনিভার্সিটির একজন সৃহৃদ ছিলেন। সিলেটের শিক্ষা ক্ষেত্রে তাঁর অনেক অবদান রয়েছে। তাঁর মৃত্যুতে মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবার গভীরভাবে শোকাহত।

শোক বার্তায় তিনি মরহমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত,  ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী ১৯৯৯ সালে সামরিক বাহিনী থেকে অবসর নিয়ে চলে যান আমেরিকায়। ২০০০ সাল দেশে ফিরে শিক্ষকতা জীবন শুরু করেন নগরীর জিন্দাবাজারের আল হামরাস্থ সুনামধন্য প্রতিষ্ঠান আইবিআইটি-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে, যা পরে ২০০৩ সালে মেট্রোপলিটন ইউনিভার্সিটি হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। আইবিআইটি থেকে পরে তিনি স্কলার্সহোম-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসাবে যোগদান করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুবায়ের সিদ্দিকী মারা গেছেন।

সিলেটভিউ২৪ডটকম/২৫ মার্চ ২০২০/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.