আজ শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ইং

জকিগঞ্জে বৃহস্পতিবার থেকে দোকানপাঠ বন্ধের নির্দেশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৫ ২০:৩৬:৪৫

ফাইল ছবি

জকিগঞ্জ প্রতিনিধি :: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস থেকে মানুষকে বাঁচাতে জকিগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার থেকে দোকানপাঠ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান, ফার্মেসী, হোটেল, রেস্টুন্টে ছাড়া সকল দোকানপাঠ বন্ধ করার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার সন্ধ্যা রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ গণমাধ্যমকে এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অপ্রয়োজনীয় সকল দোকানপাঠ বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় দোকানপাঠ খোলা থাকলেও সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে।

এদিকে, বুধবার রাতে জকিগঞ্জ শহরে দোকানপাঠ বন্ধের নির্দেশনা অমান্য করার দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৩ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের, জকিগঞ্জ পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন প্রমূখ।


সিলেটভিউ২৪ডটকম/২৫ মার্চ ২০২০/এএইচটি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন