আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

শাবি শিক্ষার্থীদের উদ্যোগে মাস্ক চাল ডাল ও সাবান বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৫ ২১:২৪:০৭

সিলেট :: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ও সিএসসি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে দরিদ্রদের মধ্যে মাস্ক, চাল, ডাল, সাবান  বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৫ মার্চ) বেলা ২টায় ক্যাম্পাসের ক্যাফেটরিয়ার সামনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের রিকশা চালক ও দরিদ্রদের মধ্যে এ সামগ্রী বিতরণ করা হয়। 

করোনার কারণে বেকার হয়ে পড়া রিকশা চালক ও দরিদ্রদের মধ্যে লিফলেট বিলি করা হয়। পাশাপাশি বেকার হয়ে পড়া জনগোষ্ঠীর সহযোগিতায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানানো হয়। 

এ সময় উপস্থিত ছিলেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ছাত্রী চৈতী দাস, সিএসই বিভাগের জীবন সেনসহ অন্যরা। প্রত্যেককে একটা মাস্ক, ৫ কেজি চাল, ২ কেজি ডাল, দেড় কেজি আলু, দেড় লিটার তেল, এক কেজি পেঁয়াজ, একটা বল সাবান বিতরণ করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/ ২৫ মার্চ, ২০২০ / প্রেবি / ডালিম

শেয়ার করুন

আপনার মতামত দিন