Sylhet View 24 PRINT

সেনাবাহিনীর সাথে বিশ্বনাথ উপজেলা প্রশাসনের মতবিনিময়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৬ ১৮:৫৮:৫৭

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে সামাজিক দূরত্ব বজায় রাখা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে স্থানীয় প্রশাসনকে সহায়তায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন। 

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব আহমেদ, সেনাবাহিনীর লেফটেনেন্ট মোহাম্মদ নাঈম, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, উপজেলা মেডিকেল অফিসার ডা.  সুনির্মল বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, সাংবাদিক অসিত রঞ্জন দেব প্রমুখ।
সভা শেষে স্থানিয় সাংবাদিকদেরকে সেনাবাহিনীর লেফটেনেন্ট মোহাম্মদ নাঈম জানান, আগামীকাল শুক্রবার সকাল থেকে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্বনাথ উপজেলার সর্বত্র নিয়মিত টহল দেবে সশস্ত্র বাহিনী। এসময় সামাজিক দূরত্ব বজায় রাখা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগী থাকলে তাদের চিকিৎসার ব্যবস্থা, সদ্য প্রবাস ফেরত ও সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করণ এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল  রাখতে স্থানীয় প্রশাসনকে সহযোগীতা করবে সেনাবাহিনী।
সিলেটভিউ২৪ডটকম/২৬ মার্চ ২০২০/পিবিও/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.